আগামী অর্থবছর থেকে সর্বজনীন পেনশন স্কিম সম্ভব হবে: অর্থমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 01-06-2023

আগামী অর্থবছর থেকে সর্বজনীন পেনশন স্কিম সম্ভব হবে: অর্থমন্ত্রী

শিগগিরই  পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে বলে জানিয়েছেন  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আগামী অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে।’বৃহস্পতিবার (১ জুন) আজ জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩ - ২০২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩’পাস হয়েছে।

অর্থমন্ত্রী  বলেন, ‘আশা করছি ২০২৩-২০২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। প্রস্তাবিত স্কিমে অর্ন্তভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী  ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের অধিক বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা দেওয়া সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। এতে প্রবাসে  কর্মরত বাংলাদেশি নাগরিকরাও  অংশ নিতে পারবেন।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি পেনশনারের  ৭৫ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।  চাঁদাদাতা কমপক্ষে ১০ বছরের চাঁদা দেওয়ার আগেই মারা গেলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনিকে ফেরত দেওয়া হবে। এছাড়া চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমা করা অর্থের  সর্ব্বোচ্চ ৫০ শতাংশ  পর্যন্ত ঋণ হিসাবে উত্তোলন করা যাবে। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা  বিনিয়োগ হিসাবে গণ্য হবে এবং এর বিপরীতে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে।  এ ছাড়া মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।’

ঢাকা বিজনেস/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]