ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ড্যানি


বিনোদন ডেস্ক , : 01-06-2023

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ড্যানি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ড্যানি মাস্টারসন। পর্দায় তার অভিনয়ের ভক্ত অনেকেই। এই তারকাই এবার দুটি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের একটি আদালত ধর্ষণের ৩টি অভিযোগের মধ্যে দুটিতে তাকে দোষী সাব্যস্ত করেছেন।

বিবিসির খবরে জানা যায়, টিভি সিরিজের এ অভিনেতা এ ঘটনায় ৩০ বছরের সাজা পেতে পারেন। হাতকড়া পরিয়ে তাকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।

চার্চ অব সায়েন্টোলজির সাবেক ৩ নারী এ অভিনেতার বিরুদ্ধে তার বাড়িতে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। ধর্ষণের অভিযোগের সময় উল্লেখ করা হয়েছে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত। জুরি বোর্ডে ছিলেন ৭ মহিলা ও ৫ জন পুরুষ। ১ সপ্তাহের আলোচনার পর রায়ে পৌঁছাতে পারেননি তারা।  

২০০৩ সালে ধর্ষণের শিকার হয়েছেন এমন একজন নারী তার বিবৃতিতে বলেছেন, 'স্বস্তি, ক্লান্তি, শক্তি, দুঃখ এসব আবেগের একটি জটিল বিন্যাসের অভিজ্ঞতা উপলব্ধি করছি আমি। ড্যানি মাস্টারসনকে তার অপরাধমূলক আচরণের জন্য জবাবদিহিতার সম্মুখীন করতে হবে।'  

মাস্টারসনের স্ত্রী অভিনেত্রী ও মডেল বিজু ফিলিপস তাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় কাঁদছিলেন। পরিবারের অন্য সদস্য ও বন্ধুরা নিশ্চুপ ছিলেন।  

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ধর্ষণের অভিযোগে আগের বিচারে জুরি বোর্ড রায়ে পৌঁছাতে পারেননি।  

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com