পাকিস্তানের পর এবার বাংলােদশ সফের আসেব দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে খেলতে আগামী ৩ জুলাই বাংলাদেশে পা রাখেব দক্ষিণ আফ্রিকার যুবারা। বুধবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচি প্রকাশ করে বিসিবি।
দ্বিপক্ষীয় সিরিজের তিনটি ম্যাচ খুলনায় ও দুইটি ম্যাচ রাজশাহীতে অনুষ্ঠিত হবে। অতিথিরা বাংলাদেশে পা রেখে সেদিনই চলে যাবেন খুলনায়। ৪ ও ৫ জুলাই অনুশীলনের পর ৬ জুলাই প্রথম ওয়ানডে খেলবে দুই দল। এই ম্যাচ দিয়ে বহুদিন পর প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট ফিরবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ৯ ও ১১ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে পরের দুই ওয়ানডে।
১২ জুলাই রাজশাহী ভ্রমণ করবেন দুই দল। সেখানে শেষ দুই ওয়ানডে ১৪ ও ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
এর পর ১৬ দিনের সফর শেষ ১৮ জুলাই প্রোটিয়া যুবারা নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে ।
ঢাকা বিজনেস/এমএ