ব্রাজিল-তিউনিসিয়া ম্যাচটি দেখবেন যেভাবে


ক্রীড়া ডেস্ক , : 31-05-2023

ব্রাজিল-তিউনিসিয়া ম্যাচটি দেখবেন যেভাবে

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তিউনিসিয়া যুবারা। ম্যাচটি বুধবার (৩১ মে) এস্তাদিও ক্লাউডেড দ্য প্লাটাতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। 

ব্রাজিল ও তিউনিসিয়ার যুবাদের ম্যাচটি সরাসরি অনলাইনে দেখার ব্যবস্থা রেখেছে ফিফা প্লাস। ম্যাচটি ফিফা প্লাস ওয়েব সাইট থেকে সরাসরি উপভোগ করা যাবে। এছাড়া ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ (Sony LIV)ও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

ম্যাচটি সরাসরি দেখতে লিঙ্কে ক্লিক করুন

ডি গ্রুপ থেকে এক ম্যাচে হার ও দুটিতে জয়লাভ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত কেরেছে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের যুব চ্যাম্পিয়ন ব্রাজিল।

নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরেছিল নেইমার-ভিনিসিয়ুদের উত্তরসূরীরা। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে গুনে গুনে ৬-০ গোলে হারায় তারা। আর শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে। গ্রুপ পর্বের তিন ম্যাচে ব্রাজিল ১০ গোল করে খেয়েছে ৩ টি গোল। 

৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ ডি থেকে ব্রাজিল এবং ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে ইতালি শেষ ষোলো নিশ্চিত করেছে। তবে গোল গড়ে এগিয়ে থেকে পয়েন্ট সমান হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। 

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com