নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক , : 31-05-2023

নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। প্রায় জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। 

বুধবার (৩১ মে) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

নিউজিল্যান্ডের জিওনেট পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে। এতে নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে তাৎক্ষণিকভাবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com