অবশেষে ভোট দিতে পেরেছেন জাপা মেয়র প্রার্থী মোস্তফা


রংপুর সংবাদদাতা , : 27-12-2022

অবশেষে ভোট দিতে পেরেছেন জাপা মেয়র প্রার্থী মোস্তফা

ইভিএমে ত্রুটির কারণে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট দিতে এসে বিড়ম্বনায় পড়েন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। এসময় ইভিএম মেশিন হ্যাং হওয়ায় ভোট দেওয়ার জন্য তাকে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি ভোট দিতে পেরেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে তিনি আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন।  সেখানে ইভিএম ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর ৯টা ২১ মিনিটের দিকে ভোট দেন তিনি।

ভোটদান শেষে এই পরিস্থিতিকে নির্বাচন কমিশনের ‘ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়ে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে দেরি হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলবো। এই ভোটকেন্দ্রেই ২ ভোটগ্রহণ কক্ষে ইভিএমের ত্রুটি আছে।’

এসময় ভোটগ্রহণের সঙ্গে যুক্ত সবার দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন তিনি।

সুমন/এম 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]