শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন


স্টাফ রিপোর্টার , : 30-05-2023

শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেশের শেয়ারবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ‘শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব হাসান ও তৃষ্ণা হোমরায় তন্বী।

সোমবার(২৯ মে) রাজধানীর গুলশান নর্থ ক্লাবে সংগঠনটির আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির  সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সানি আহম্মেদ এবং রাজিব জামান। কোষাধ্যক্ষ হিবেসে রয়েছেন বাবলি ইয়াসমিন।

এছাড়া কমিটির যুগ্ম সম্পাদক হাসান কবির জনি ও বাবু কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রহমান রনো, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ,  প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে স্বপ্ন রোজ দায়িত্ব পালন করবেন।

এদিকে কমিটির কার্য নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এমএইচ রনি, শামীম আল মাসুদ, মাহমুদ হোসাইন, শারমিন মীরা, শাহিনুর রহমান,তরিক ইসলাম, মোহাম্মদ তারেকুজ্জামান ও সাইফুল ইসলাম।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com