‘জাফরুল্লাহ দেশের মানুষের প্রেমিক ছিলেন’


গবি প্রতিনিধি , : 29-05-2023

‘জাফরুল্লাহ দেশের মানুষের প্রেমিক ছিলেন’

গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ফরিদা আখতার বলেন, ‌‘অনেকে বলেন জাফর ভাই দেশপ্রেমিক ছিলেন। তবে আমি বলবো উনি দেশের মানুষ প্রেমিক ছিলেন।’ 

সোমবার (২৯ মে) গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

ফরিদা বলেন, ‘যার যার অবস্থান থেকে আমাদের প্রত্যেকের একেকজন জাফরুল্লাহ হতে হবে। আজ আমি অঙ্গীকার করছি, জাফর ভাইয়ের কাছ থেকে যা শিখেছি, যতটা শিখেছি তাঁর যতটা সান্নিধ্যে থেকেছি, যা জেনেছি, স্বাস্থ্য খাতে কাজের ক্ষেত্রে তা প্রতিষ্ঠা করে যাবো।’

অনুষ্ঠানের শুরুতে ডা. জাফরুল্লাহর জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গের কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও গবির ট্রাস্টি আসিফ নজরুল বলেন, ‘আমরা যারা জীবিত আছি, আমাদের বহু জীবিত মানুষের চেয়ে অনেক তীব্র ও উজ্জ্বলভাবে জাফরুল্লাহ চৌধুরী বেঁচে আছেন। তিনি আমার জীবনের আইডল। যিনি সারাজীবন অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। তার সব চেয়ে বড় চেতনা ১৬ কোটি মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না।’ 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সাদামাটা একজন মানুষ। আমাদের জন্য তিনি একটা দৃষ্টান্ত। তাকে ধারণ করতে পারাটাই আমাদের এবং শিক্ষার্থীদের সবার জন্য সফলতার কারণ হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. কণা চৌধুরী, ডা. মনজুর কাদের আহমেদ, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ঢাকা বিজনেস/সেতু/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com