চকরিয়ায় গাড়ির ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি , : 29-05-2023

চকরিয়ায় গাড়ির ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় বাসের ধাক্কায় মো.রাকিব নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিব উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুচর গ্রামের মো. মনছুর আলমের ছেলে। ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। পরিবারের বরাতে পরিদর্শক মাকসুদুর রহমান বলেন, 'রবিবার দুপুর দেড়টার দিকে কলেজ গেট এলাকায় মারসা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন বাইকআরোহী কলেজছাত্র রাকিব। তাকে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও পরে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'

বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com