ঢাকায় পৌঁছেছেন ওআইসি মহাসচিব


ঢাকা বিজনেস ডেস্ক , : 27-05-2023

ঢাকায় পৌঁছেছেন ওআইসি মহাসচিব

পাঁচ দিনের বাংলাদেশ সফরে আজ ঢাকায় পৌঁছেছেন ইসলামী সহযোগিতা সংস্থা’র (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা। শনিবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সফরকালে ওআইসি মহাসচিব আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর পর হিসেন ব্রাহিম তাহা ৩০ মে ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) আচার্য হিসাবে এ বিশ্ববিদ্যালয়ের ৩৫তম কনভোকেশনে অংশ গ্রহণ করবেন।

 এছাড়াও ওআইসি মহাসচিব তার এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com