এইচ এম আতিফ ওয়াফিক। যোগাযোগ বিশেষজ্ঞ। তার সর্বশেষ বই ‘এটিকেট এনসাইক্লোপিডিয়া’র মোড়ক উন্মোচিত হয়েছে। শনিবার (২৭ মে) সকালে বইটির মোড়ক উন্মোচিত হয়।
আতিফ ওয়াফিক বলেন, ‘বইটি পাঠকদের আজকের দ্রুত গতির বিশ্বে সঠিক আচরণের শিল্প সম্পর্কে একটি সমসাময়িক দৃষ্টিভঙ্গি সরবরাহ করবে। একটি সমাজে যেখানে আন্তঃব্যক্তিক সম্পর্ক ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেই ব্যক্তিদের জন্য একটি অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে। বিশেষ করে শিক্ষার্থীদের এই বইটি অনেক কাজে আসবে।’
লেখক জানান, এটিকেট এনসাইক্লোপিডিয়া যত্নসহকারে গবেষণা করা হয়েছে, পাঠকদের সমসাময়িক শিষ্টাচারের নিয়ম সম্পর্কে সর্বশেষ অন্তর্দৃষ্টি এবং নির্দেশিকা প্রদান করে। এর সহজ ভাষা এবং উপস্থাপন উদাহরণসহ, সমস্ত পটভূমির পাঠকের জন্য উপযুক্ত, তারা তাদের সামাজিক দক্ষতা পোলিশ করতে চাইছে বা তাদের পেশাদার চিত্র উন্নত করতে চাইছে।’
এইচ এম আতিফ ওয়াফিক ইউনিভার্সিটি অব স্কলার্সে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কমিউনিকেশন এক্সপার্ট সোলায়মান সুখন, ক্রিকেট তারকা শাহরিয়ার নাফিস, স্কুল অব ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ, এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার, ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের আফরুজা তানজি, রিতুর প্রতিষ্ঠাতা শারমিন কবির, প্রেসক্রিপশন বাংলাদেশের সিইও ইশরাত নাহের ইরিনা, স্বপ্নের ক্রিয়েটিভ হেড ফাহিন আরাফিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সালেহীন মাহবুব, ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট, রিমার্ক এইচবি ফারহানা শারমীনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিজনেস/এইচ