জাবিতে ডিইএসসিএফ’র নেতৃত্বে মোসাদ্দেক-ফারিয়া


জাবি সংবাদদাতা , : 27-05-2023

জাবিতে ডিইএসসিএফ’র নেতৃত্বে মোসাদ্দেক-ফারিয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি)  কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দীন ভূঁইয়া এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোসাদ্দেকুর রহমানকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক হাসিব জামান, কোষাধ্যক্ষ আনিকা রাহী, দপ্তর সম্পাদক ওসমান সরদার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেরুন্নেসা নীলা। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- সীজেন সরকার, মো. নাজমুল হাসান ও লাবীবা আহমেদ।

 পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 

এসময় সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দীন ভূঁইয়া বলেন, ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন পরিবেশ ও প্রাণী নিয়ে কাজ করছে৷ তারা তাদের কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছে। আশা রাখি, সংগঠনটি তাদের কাজের ধারা অব্যাহত রাখবে।’

উজ্জল/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]