বরিশাল সিটি নির্বাচনে কে কোন প্রতীক পেলেন


বরিশাল সংবাদদাতা , : 26-05-2023

বরিশাল সিটি নির্বাচনে কে কোন প্রতীক পেলেন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলরের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৬ মে) সকালে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ প্রতীক বরাদ্দ দেন। 

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মুফতি ফয়জুল করিম। জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। জাকের পার্টি থেকে গোলাপফুল প্রতীকে মিজানুর রহমান বাচ্চু।

এ ছাড়াও, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন টেবিল ঘড়ি, ‍আসাদুজ্জামান ‍আসাদ হরিণ ও ‍আলী হোসেন হাতি প্রতীক পেয়েছেন।

৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১১৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৪২ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে একই ওয়ার্ডে একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করলে লটারির মাধ্যমে তা সমাধান দেন রিটার্নিং কর্মকর্তা।

প্রসঙ্গত, আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ হবে। নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]