৭৮ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার


চুয়াডাঙ্গা সংবাদদাতা , : 24-05-2023

৭৮ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ৭৭ কেজি ৭০০ গ্রাম ওজনের ভারতীয় রুপা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬। বুধবার (২৪ মে) বিকাল ৫টার দিকে দর্শনা বিওপির মোবারকপাড়া আবাসিক এলাকায় থেকে এসব ভারতীয় রুপা উদ্ধার করা হয়। এ সময় সোহাগ নামে একজন পাচারকারী পালিয়ে যান। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, দর্শনা এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে বিপুল পরিমাণ তৈরিকৃত রুপার গহনা পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমি নিজেসহ সঙ্গীয় টহল দল নিয়ে বিকাল ৫টায় দর্শনা মোবারকপাড়া আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় এ এলাকায় বসবাসকারী মোস্তফা আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে চোরাকারবারি সোহাগের ফেলে যাওয়া রুপা ভর্তি ৪টি প্লাস্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর পার্শ্ববর্তী সোহাগের বসতবাড়ি থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১২৬টি খালি প্যাকেট এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করি। প্লাস্টিকের ৪টি বস্তার ভেতর থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করতে সক্ষম হই। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।

তিনি আরও বলেন, এ ব্যাপারে সুবেদার জহির উদ্দিন বাবর বাদী হয়ে পলাতক পাচারকারী সোহাগের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা এবং উদ্ধারকৃত ভারতীয় রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিজান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com