১৮ জুনের মধ্যে ওমরাহযাত্রীদের মক্কা ছাড়ার নির্দেশ


স্টাফ রিপোর্টার , : 23-05-2023

১৮ জুনের মধ্যে ওমরাহযাত্রীদের মক্কা ছাড়ার নির্দেশ

হজের প্রস্তুতি উপলক্ষে সৌদি আরবে অবস্থানরত ওমরাহযাত্রীদের আগামী ১৮ জুনের মধ্যে মক্কা ছাড়তে হবে। মঙ্গলবার (২৩ মে) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম মাশেবল মিডল ইস্ট। 

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসায় হজ পালনের সুযোগ নেই।

করোনা মহামারির আগের রূপে ফিরছে পবিত্র হজ। গত ২১ মে জেদ্দায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীদের বরণের মাধ্যমে শুরু হয়েছে চলতি বছরের হজের সর্বাত্মক কার্যক্রম।

হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ জুন (১৫ জিলকদ) পর্যন্ত ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। এরপর কেউ ওমরাহ পালনের অনুমোদন পাবেন না। তা ছাড়া সব ওমরাযাত্রীকে আগামী ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে।

এদিকে, গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিশেষ বিধি-নিষেধ আরোপ করে সৌদি আরবের জননিরাপত্তা অধিদপ্তর। এতে হজ আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই কড়াকড়ির মধ্যে প্রবাসীদের পাশাপাশি সৌদি নাগরিকরাও রয়েছেন।

এসময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]