নিজ দায়িত্বের জবাবদিহিতার ক্লিয়ারেন্স পেলে তবেই হবে শুদ্ধাচার:ইবি ভিসি


ইবি প্রতিনিধি , : 23-05-2023

নিজ দায়িত্বের জবাবদিহিতার ক্লিয়ারেন্স পেলে তবেই হবে শুদ্ধাচার:ইবি ভিসি

নিজ দায়িত্বের জবাবদিহিতার ক্লিয়ারেন্স পেলে তবেই শুদ্ধাচার হবে বলে মন্তব্য করেছেন  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তিনি বলেন,  'অফিসে আসা ফাইল ও চিঠিগুলো যথাযথভাবে সংরক্ষণ, নির্ভুলভাবে, সঠিক সময়ে, সঠিক ব্যক্তির কাছে সেগুলো উপস্থাপন এবং নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হলে প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তা হবে শুদ্ধাচার। নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য নজরদারিটা কর্তৃপক্ষের দিক থেকে নয়, আপনাদের মনের ভিতর থেকে হতে হবে।' 

মঙ্গলবার (২৩ মে) প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কর্মশালার নির্যাস পুরোপুরি গ্রহণ করে তা কর্মজীবন ও পারিবারিক জীবনে প্রতিপালনের আহ্বান জানান উপাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। সঞ্চালনা করেন এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। 

ঢাকা বিজনেস/ইমন/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]