দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি ছাত্রীনিবাসে আগুন লেগে ১৯ ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর দেশটিতে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েছেন। এই ঘটনায় দেশটিতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন গায়ানার প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যভিত্তিক গণ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের (২১ মে) আগুনে একটি ছাত্রী নিবাস পুড়ে যায়। পরদিন সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে গায়ানার পুলিশ কমিশনার ক্লিফটন হিকেন বলেন, ‘প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, ছাত্রীনিবাসটিতে বিদ্বেষপূর্ণভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’
হিকেন আরও জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি। তবে তিনি এএফপিকে বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তিনি আরও তথ্য পাবেন বলে আশা করছেন।
এদিকে দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনে ঘটনাস্থলেই ১৪ তরুণী মারা গেছে। আর ৫ জন মাহদিয়া জেলা হাসপাতালে মারা গেছে।
এরআগে সরকার গায়ানার মধ্যাঞ্চলীয় মাধ্যমিক বিদ্যালয়ে আগুনে ২০ জন মারা যাওয়ার কথা বলেছিল।
ফায়ার ব্রিগেড জানায়, আগুনে দগ্ধদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও গুরুতর।
এদিকে, ফরাসি গণবার্তাস সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় ভবনের ভেতরে ৬৩ জন শিক্ষার্থী ছিল। এই বিষয়ে সংবাদ সম্মেলনে হিকেন বলেন, ‘মৃতদের মধ্যে ৬ জনের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তাদের সবার ডিএনএ পরীক্ষা করা হবে।’
ঢাকা বিজনেস/এনই