টাঙ্গাইলে ভূমিসেবা সপ্তাহ শুরু


টাঙ্গাইল সংবাদদাতা , : 22-05-2023

টাঙ্গাইলে ভূমিসেবা সপ্তাহ শুরু

টাঙ্গাইলে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ মে) সকালে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আলোচনা সভা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী প্রমুখ।

এসময় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। 

এসময় জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ‘ভূমি অফিসের সেবার মান উন্নয়ন ও জনগণের ভোগান্তি কমানোর জন্য বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মানুষ এখন ঘরে বসেই অনলাইনে ভূমি অফিসের বিভিন্ন সেবা নিতে পারছে। এতে একদিকে সময় অপচয় হচ্ছে না, একইসঙ্গে ভোগান্তিও কমে এসেছে। স্মার্ট ভূমি সেবা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি।’ 

এর আগে বেলুন উড়িয়ে ভূমি সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

নোমান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]