ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক , : 22-05-2023

ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার (২১ মে) স্থানীয় সময় রাত ১০ টায় এ ঘটনা ঘটে।

সোমবার (২২ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে। অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়ার পর এ ঘটনাটি ঘটে। অভিযানটি এ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণাল নিহত ৩ ব্যক্তিকে শনাক্ত করেছে   নিহতরা হলেন, মুহাম্মাদ আবু জায়তুন (৩২), ফাথি আবু রিজক (৩০) এবং আবদুল্লাহ আবু হামদান (২৪)।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে একের পর এক আক্রমন চালিয়েছে ও এই মাসের শুরুর দিকে বালাটায় অভিযান চালায় যেখানে দুই ফিলিস্তিনিকে হত্যা হয়েছে।

 ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন বলেছে,  নিহত দুই ব্যক্তি তাদের সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য।

ঢাকা বিজনেস /এমএ

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com