এসএসসি পরীক্ষায় নকল সংরক্ষণ, শিক্ষকের কারাদণ্ড


টাঙ্গাইল সংবাদদাতা , : 21-05-2023

এসএসসি পরীক্ষায় নকল সংরক্ষণ, শিক্ষকের কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সংরক্ষণের অভিযোগে এক শিক্ষককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২১ মে) মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে হাতেনাতে নকলসহ আটক করা হয়। পরে  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল কারাদণ্ড দেন। 

কারাদণ্ডপ্রাপ্ত উপজেলার হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কুড়ালিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আফিকুর রহমান (৪০)।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‌‘ভ্রাম্যমাণ আদালতের আইনানুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এরপর তাকে পুলিশের মাধ্যমে দুপুরে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।’

নোমান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com