২০০০ রুপির নোট বাতিলের ঘোষণায় স্বর্ণ দোকানে ছুটছেন ভারতীয়রা


ঢাকা বিজনেস ডেস্ক , : 21-05-2023

২০০০ রুপির নোট বাতিলের ঘোষণায় স্বর্ণ দোকানে ছুটছেন ভারতীয়রা

ভারতে দুই হাজার রুপির নোট বাতিলের ঘোষণা করা হয়েছে। নোট বাতিলের ঘোষণার পর থেকে দেশটিতে স্বর্ণ কিনতে ভিড় করছেন অনেকেই। ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে নোট বদল করা সহজ হবে না মনে করে তারা ছুটছেন স্বর্ণ কিনতে। রোববার (২১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৯ মে) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া  ২ হাজার রুপির নোট প্রত্যাহার করেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এটি  ‘ক্লিন নোট নীত’র অধীনে করা হচ্ছে

নোট বদলের জন্য প্রয়োজনে আরবিআই ৩০ সেপ্টেম্বর বেঁধে দেওয়া সময়সীমা আরও বাড়াতে পারে। বর্তমান সময়সীমার পরেও যদি কারও কাছে ২ হাজার রুপির নোট থাকে, তবে এটির বৈধতা থাকবে।

শিগগিরই বন্ধ হওয়া মুদ্রা বিনিময় করার জন্য একজন ব্যক্তির ব্যাংকের গ্রাহক হওয়া আবশ্যক নয়। একজন নন-অ্যাকাউন্ট হোল্ডার যেকোনো ব্যাংকের শাখায় একবারে ২০ হাজার রুপি পর্যন্ত ২ হাজার রুপির ব্যাংকনোট বিনিময় করতে পারবেন।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, স্বর্ণ কিনতে গিয়ে প্রিমিয়াম বা অতিরিক্ত দাম দিতে হচ্ছে। শনিবার বিকেলে মুম্বাইয়ে অনানুষ্ঠানিক বাজারে  ২০০০ রুপির নোট ব্যবহার করে ১০ গ্রাম স্বর্ণ কিনতে লাগে ৬৭ হাজার রুপি, আনুষ্ঠানিক বাজারে যার দাম ৬৩ হাজার ৮০০ রুপি। বাড়তি অর্থ ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্রিমিয়াম হিসেবে।

কিছু মানুষ নোট বদলের ঘোষণার পর পরই স্বর্ণের দোকানে ভিড় করতে শুরু করেন। তবে স্বর্ণের এই চাহিদা কয়েক দিনের মধ্যে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com