রাতে ইতালির মুখোমুখি ব্রাজিল


ক্রীড়া ডেস্ক , : 21-05-2023

রাতে ইতালির মুখোমুখি ব্রাজিল

পর্দা উঠেছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের। আর্জেন্টিনায় আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী দিনে  অনুষ্ঠিত হয়েছে ৪টি ম্যাচ। এদিন স্বাগতিক আর্জেন্টিনার পাশাপাশি মাঠে নেমেছে আরও ৭ দল। যেখানে  উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনায়

উদ্বোধনী দিনের বাকি ৩ খেলায় ফিজিকে ৪-০ গোলে স্লোভাকিয়া, গুয়াতেমালাকে ১-০ নিউজিল্যান্ড এবং ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।

টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নামবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী ব্রাজিল। ফিফা বিশ্বকাপের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেরও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ২৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইতালি অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হবে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা। 

আসরের ‘গ্রুপ ডি’তে রয়েছে ব্রাজিল-ইতালি। এই গ্রুপের অপর দুই দল  নাইজেরিয়া ও ডোমিনিকান প্রজাতন্ত্র। ব্রাজিল-ইতালির ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (২১ মে) বাংলাদেশ সময়  রাত ৩টায়। মেন্ডোজার এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে গড়াবে ম্যাচটি। 

উল্লেখ্য, ছয় গ্রুপের ২৪ দলের মধ্যে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা বিজনেস /এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com