ঢাকা-সিলেট রুটে ৪ ট্রেনের যাত্রা বাতিল


ঢাকা বিজনেস ডেস্ক , : 20-05-2023

ঢাকা-সিলেট রুটে  ৪ ট্রেনের যাত্রা বাতিল

মৌলভীবাজারের কমলগঞ্জে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। শনিবার ( ২০ মে ) দুপুরে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,যাত্রা বাতিল  হওয়া ৪ ট্রেনের যাত্রীরা টিকিট দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। ইতোমধ্যেই বিষয়টি যাত্রীদের জানানো হয়েছে।

শমশের নগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব জানান, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে যাত্রা বাতিল করা হয়েছে  জয়ন্তিকা এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস ট্রেনের আপ ডাউন শিডিউলসহ ৪টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনি  আরও জানান,  ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজ বিকেলে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ।

এর আগে ভোর ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com