রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ ২ মাস বাড়লো


আন্তর্জাতিক ডেস্ক , : 18-05-2023

রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ ২ মাস বাড়লো

আবারও ২ মাসের জন্য বেড়েছে রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ। আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগেই সমঝোতা হয়। বুধবার (১৭ মে) জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এ ঘোষণা আসে। বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবদেন থেকে এ তথ্য জানা যায় ।

খবরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের  উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহে চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে দুই মাসের জন্য।

এদিকে, চুক্তির শর্ত অনুযায়ী এর মেয়াদ শেষ হলে ১২০ দিনের জন্য বাড়ানোর কথা বলা হলেও গত মার্চ মাসে রাশিয়া ৬০ দিনের জন্য বাড়াতে সম্মত হয়। চুক্তির সর্বশেষ বর্ধিত মেয়াদ বৃহস্পতিবার (১৮ মে) শেষ হতে যাচ্ছে। 

ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য সংকটের মধ্যে গত জুলাইয়ে প্রথমবারের মতো রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তি হয়। এর মধ্যে বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয়। তবে রাশিয়ার কৃষি খাতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা নিয়ে বারবার ক্ষোভ জানিয়েছে মস্কো।

বিভিন্ন শস্যের শীর্ষ উৎপাদনকারী ইউক্রেন। তবে কৃষ্ণসাগর দিয়ে রপ্তানিতে বাধা দেয় রাশিয়া। চুক্তির আওতায় ৩০ মিলিয়ন টনের বেশি শস্য সরবরাহ করা হয়েছে কৃষ্ণসাগর দিয়ে। 

মস্কোর দাবি, দরিদ্র দেশে আরও শস্য ও সার পাঠাতে চায় তারা। তবে নিষেধাজ্ঞার কারণে সম্ভব হচ্ছে না।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com