চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৩০ শতাংশই উচ্চ রক্তচাপে আক্রান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই হাসপাতালে অস্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত ও কায়িক শ্রমবিমুখ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
চমকে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাপ্ত বয়স্কদের মধ্যে সম্প্রতি উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি পাওয়া যাচ্ছে। গড় হিসাবে ভর্তি রোগীদের ৩০ শতাংশই উচ্চ রক্তচাপে আক্রান্ত।’ তিনি আরও বলেন, ‘এসব রোগীর চলাফেরা,তাদের খাদ্যাভাস-সহ নানা কারণেই তারা এ রোগে ভুগছেন। ফলে এসব রোগী অন্য রোগেও আক্রান্ত হচ্ছেন।’
বাংলাদেশ হাইপারটেনশন ও হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাস বলেন, ‘অপরিমিত খাদ্যাভ্যাস, পরিবেশগত কারণ, ধূমপান-মদপান, ফাস্ট ফুড খাওয়াসহ নানা কারণে উচ্চ রক্তচাপের রোগী বাড়ছে। উচ্চ রক্তচাপ নিজেই হাইপারটেনশন সৃষ্টি করে। এর মাধ্যমে বিভিন্ন অঙ্গহানি ঘটায়। মানুষ ডায়াবেটিককে যেভাবে ভয় পায়, হাইপারটেনশনকে সেভাবে ভয় পায় না। অথচ বর্তমানে হাইপারটেনশন ডায়াবেটিকের চেয়েও কমন একটি রোগ। তাই শুধু মেডিসিনের ওপর ভরসা না করে মানুষের জীবনমানের পরিবর্তন আনতে হবে। তাতেই সুফল আসবে।’
সম্প্রতি,গবেষণা প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান(প্রজ্ঞা) এক গবেষণায় দেখা যায়, প্রতি ৫ জনে ১ জন উচ্চ রক্তচাপে ভুগছেন। ভয়াবহ বিষয় হলো, আক্রান্তদের অর্ধেক নারী (৫১%) ও দুই-তৃতীয়াংশ পুরুষই (৬৭%) জানেন না যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। এমনকি এই রোগে আক্রান্ত অধিকাংশ রোগী (৬৪%) কোনো ওষুধ সেবন করে না।
ঢাকা বিজনেস/এমএ