ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ


ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা , : 16-05-2023

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ

জেলার আশুগঞ্জ নদী-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক থেকে স্থানান্তর করা গ্যাসের পাইপলাইনে ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত এলাকার গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবেন না।

মঙ্গলবার সকাল ৬টা থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

এই ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, ‘চারলেন মহাসড়কের মধ্যে কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে। নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য ৪ দিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’ তবে ১৯ মে’র আগেই গ্যাস সরবরাহ শুরুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]