চিত্রনায়ক ফারুক দেশপ্রেমের পথ দেখিয়েছেন: তথ্যসচিব


ঢাকা বিজনেস ডেস্ক , : 16-05-2023

চিত্রনায়ক ফারুক দেশপ্রেমের পথ দেখিয়েছেন:  তথ্যসচিব

মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক সংসদ সদস্য হিসেবে দেশ গড়ায় ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, ‘এই চিত্রনায়ক চলচ্চিত্রের মাধ্যমে সব সময় সততা, দেশপ্রেম ও ন্যায়ের পথ দেখিয়েছেন ।’

মঙ্গলবার ( ১৬ মে) বিএফডিসি প্রাঙ্গণে চিত্রনায়ক ফারুকের কফিনে শ্রদ্ধা নিবেদনকালে  তথ্যসচিব এই মন্তব্য করেন। 

তথ্যসচিব বলেন, ‘এ তারকা দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিবেশক হিসেবেও সিনেমা অঙ্গণে অবদান রেখেছেন। তার কর্ম তাকে স্মরণীয় করে রেখেছে।’ 

উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ মে) সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com