যুক্তরাষ্ট্রে চার্চের সামনে বন্দুকধারীর হামলা, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক , : 16-05-2023

যুক্তরাষ্ট্রে চার্চের সামনে বন্দুকধারীর হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ফার্মিটন শহরে একটি চার্চের সামনে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

এ ছাড়া হামলাকারী যুবক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ফার্মিটন শহরে একটি চার্চের বাইরে এ ঘটনা ঘটে। হামলাকারীর ছোড়া গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হন। পরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেস বলেন, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সন্দেহভাজন ব্যক্তির গুলিতে ৩ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হন। হামলাকারী গির্জার বাইরে এলোমেলোভাবে পথচারীদের ওপর গুলিবর্ষণ করে। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]