সফট সিগনাল
আইসিসির নিয়ম অনুযায়ী বোলারের প্রান্তে যে আম্পায়ার থাকেন, তিনি রিভিউ নেওয়ার আগে নিজের চোখে যা দেখেছেন, তার ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তের বিরুদ্ধে কোন আপিল থাকলে তৃতীয় আম্পায়ার রিভিউ শুরু করেন। এছাড়া মাঠে থাকা দুই আম্পায়ার মনে করতেই পারেন কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সাহায্যের প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে বোলারের প্রান্তে থাকা আম্পায়ার তৃতীয় আম্পায়ারের থেকে রিভিউ চাইতে পারেন।
কিন্তু তার পরেও তাকে একটি সিদ্ধান্ত নিতে হয়। আর এই সিদ্ধান্তটিকে খুব হাল্কা ভাবে দেখা হয়। যার কারণে এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে ‘সফট সিগন্যাল’ বলে।
সফট সিগন্যালে মাঠে থাকা আম্পায়ার কখনো কোনও সিদ্ধান্ত নিয়ে নিলে, তা খারিজ করার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে প্রামাণ্য যুক্তি থাকতে হবে। কোনও ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারও সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত হতে না পারলে, তিনি ‘সফট সিগনালের’ পক্ষেই রায় দেন। অর্থাৎ মাঠে থাকা আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। যেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
ঢাকা বিজনেস/এমএ