ধেয়ে আসছে ‘মোখা’: প্রস্তুত চট্টগ্রাম (ভিডিও)


মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম , : 12-05-2023

ধেয়ে আসছে ‘মোখা’: প্রস্তুত চট্টগ্রাম (ভিডিও)

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায়  চট্টগ্রামের উপকূলীয় ৪ উপজেলাসহ ১৫ উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে ৩৮৮ আশ্রয়ণকেন্দ্র ও ৭ হাজার স্বেচ্ছাসেবক। ঘূর্ণিঝড় ‘মোখা’র গতিবিধি পর্যবেক্ষণ রেখে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়ার পরই ক্ষয়ক্ষতি কমাতে মূল কার্যক্রম শুরু করবে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘সংকেত ওপরে উঠলে আমরা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবো। সংকেত ৫-এ গেলে জেটিতে থাকা জাহাজ বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হবে। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে সংকেত ওপরে উঠলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১০টি আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বাঁশখালী উপজেলা  ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘উপজেলার উপকূলীয় বিভিন্ন এলাকা ছনুয়া, খানখানাবাদ, গণ্ডামারা, সরল, বাহারছড়া, কাথারিয়া, সাধনপুর, পুকুরিয়া, পুঁইছড়ি, শেখেরখীল ও শীলকুপ এলাকায় সাইক্লোন শেল্টার এবং মুজিব কিল্লাসহ ১১০টি আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সাগরে যে সব জেলে রয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন,  ‘উপজেলার ১০ ইউনিয়নের ৭১ ইউনিটে ১ হাজার ৪৩০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। উপকূলীয় ও পাহাড়ি এলাকায় মাইকিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

সন্দ্বীপ উপজেলার ইউএনও সম্রাট খীসা বলেন, ‘উপজেলার  ১১২ সাইক্লোন শেল্টারসহ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজসহ মোট ১৬২ আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উড়িরচরে তিনটি মুজিব কিল্লা ও মুছাপুর ইউনিয়নে একটি মুজিব কিল্লা রয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির মধ্যে রয়েছেন ৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবক। সঙ্গে প্রস্তুত রয়েছেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। পর্যাপ্ত শুকনো খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।’

ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে চট্টগ্রামের আনোয়ারা উপকূল সব চেয়ে ঝুঁকিপূর্ণ। কর্ণফুলী নদী, বঙ্গোপসাগর ও শঙ্খ নদীবেষ্টিত এ অঞ্চলের বারশত, রায়পুর, বরুমচড়া, বারখাইন ও জুঁইদন্ডী ইউনিয়নের  ২ লক্ষাধিক মানুষ ঝুঁকিতে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন উপজেলার  বিভিন্ন ইউনিয়নের আশ্রয়ণকেন্দ্রগুলো পরিদর্শন করেন। তিনি বলেন, ‘উপজেলার ঝুঁকিপূর্ণ সব এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, ‘সীতাকুণ্ড একটি উপকূলীয় উপজেলা। তাই যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এখানে আঘাতের আশঙ্কা বেশি থাকে। বিশেষ করে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এ উপজেলাটি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন প্রচারণা বৃদ্ধির কারণে সচেতনাও বেড়েছে। তাই আমরা আগে থেকেই  প্রস্তুতি নিচ্ছি। উপজেলায় মোট ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।  ঘূর্ণিঝড়ে আশ্রয় নেওয়া মানুষের জন্য তাৎক্ষণিক খাবার দেওয়ার জন্য প্রয়োজনীয় শুকনো খাবার প্রস্তুত রেখেছি আমরা।’

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক চাহিদা মেটানোর জন্য ১৫টি উপজেলায় ত্রাণ হিসেবে চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যমান আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘প্রত্যেক উপজেলায় নির্বাহী কর্মকর্তারা জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার (১১ মে) ঘূর্ণিঝড়  মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা করেছেন।’

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এখান থেকে জরুরি হটলাইন নম্বরে (০২৩-৩৩৩-৬৩০-৭৩৯) ঘূর্ণিঝড় সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন চট্টগ্রামবাসী। পাশাপাশি জানমালের ক্ষতি কমাতে ৪১ ওয়ার্ডে ৯০ আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

চসিক মেয়র  মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝ  আঘাত হানলে যেন সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ সর্বোচ্চ গতিতে পরিচালিত হয়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ গভীরভাবে পর্যবেক্ষণের নির্দেশ   দেওয়া হয়েছে।


 <

ঢাকা বিজনেস/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com