বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান


ক্রীড়া ডেস্ক , : 12-05-2023

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বৃহস্পতিবার (১১ মে) ভারতের একটি টিভি চ্যানেলকে তিনি এ কথা বলেন। 

ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বের কারণে এশিয়া কাপের ভেন্যু নিয়ে নাটকীয়তা থামছেই না। পাকিস্তানের মাঠে খেলতে ভারতের আপত্তি। অন্যদিকে পাকিস্তান হুমকি দিয়ে রেখেছে, ভারত পাকিস্তানে না এলে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তানও। তাই আইসিসি ও এসিসির দুটি টুর্নামেন্টই হাইব্রিড মডেলের শঙ্কা দেখছেন অনেক ক্রিকেট সমর্থকরা। সেক্ষেত্রে বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরাতে খেলতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠির দাবি, ভারত ছাড়া আর কোনো দেশে গিয়ে খেলতে পাকিস্তানের আপত্তি নেই। এখন ভারতের কারণে হাইব্রিড মডেল চালু হলে একই নিয়ম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও কার্যকর হতে হবে।

নাজাম শেঠির ভাষায়, ‘ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত।’

তার (শেঠি) মন্তব্য, ‘এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও তা কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো, তখন বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে কিংবা অন্য কোথাও খেলবো। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে তাদের দেশে যাবো। ভারতের সরকার যদি বিসিসিআইকে পাকিস্তানে দল পাঠাতে নিষেধ করে, আমাদের সরকারও ভারতে বিশ্বকাপ খেলার জন্য অনুমতি দেবে না।’ 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com