আমদানির তালিকায় এবার মহিষের মাংস


হিলি (দিনাজপুর) সংবাদদাতা , : 09-05-2023

আমদানির তালিকায় এবার মহিষের মাংস

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এবার আমদানি হলো মহিষের মাংস। পানামা পোর্ট কর্তৃপক্ষ বলছে, এবারই প্রথম এই বন্দর দিয়ে মহিষের মাংস আমদানি করেছে মিড লাইফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। 

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিড লাইফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান একটি ট্রাকে করে ৪ টন মহিষের মাংস আমদানি করে। 

ঢাকা বিজনেসকে বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন। 

সোহরাব হোসেন বলেন, ‌‘মাংসগুলো এখন পোর্ট অভ্যন্তরে আছে। ছাড়পত্রকরণের মাধ্যমে খালাস করা হবে।’ 

মাংস আমদানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মেসার্স অনিক এন্টার প্রাইজের মালিক অনিক সরকার বলেন, ‘মঙ্গলবার মাংসগুলো আমদানি করা হয়েছে। আগামীকাল বুধবার (১০ মে) শুল্ক পরিশোধের পর হয়তো মাংসগুলো ছাড় করা হতে পারে।’ 

বুলু/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com