সমরেশ মজুমদার আর নেই


ঢাকা বিজনেস ডেস্ক , : 08-05-2023

সমরেশ মজুমদার আর নেই

পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার (৮ মে) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮১ বছর।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে  এই তথ্য জানানো হয়েছে। 

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সাহিত্য অ্যাকাদেমি পুরস্কারজয়ী  এই সাহিত্যিককে। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। বেশ কিছু দিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। 

 সমরেশ মজুমদার ১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। ষাটের দশকের  তিনি কলকাতায় যান।  এরপর ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (স্নাতক ) বিভাগে। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

১৯৭৫ সালে দেশ পত্রিকায় তার প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়। অন্য উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে সাতকাহন, মানবজমিন, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিনী, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com