আসতে পারে গজনীর সিক্যুয়াল!


বিনোদন ডেস্ক , : 07-05-2023

আসতে পারে গজনীর সিক্যুয়াল!

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান। 'থ্রি ইডিয়ট', 'তারে জামিন পার', 'দাঙ্গাল', 'গজনি'র মতো অনেক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ তেমন সাড়া না ফেলায় অভিনয় থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

তবে ভক্তদের জন্য খুশির খবর এই যে, খুব শিগগিরই বড় ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন আমির। জানা গেছে, আমির খান তার ২০০৮ সালের ছবি গজনীর সিক্যুয়াল নিয়ে কাজ শুরু করেছেন। ছবিটি খুব শিগগিরই আসবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে তেলেগু সিনেমা প্রযোজক অল্লু অরবিন্দের সঙ্গে ৩ মাসের মধ্যে ২ বার বৈঠক করেছেন তিনি। সর্বশেষ গত সপ্তাহে তারা বিষয়টি নিয়ে দেখা করেন। বৈঠকে গজনীর সিক্যুয়াল নির্মাণের বিষয়টি শতভাগ নিশ্চিত না হলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে গজনীর বিখ্যাত ‘সঞ্জয় সিংঘানিয়া’ চরিত্রের ওপর ভিত্তি করে খুব শিগগিরই একটি ফাইনাল স্ক্রিপ্টও তৈরি করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

পিপিং মুনের রিপোর্ট অনুযায়ী, আমির খানের পরবর্তী প্রজেক্ট হবে গজনী-২। তবে সিক্যুয়াল নির্মাণ সম্পর্কিত কাজটি খুবই গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে। অভিনেতার পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কিছু জানানো হয়নি। 

তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সত্যিই যদি গজনী-২ তৈরি হয়, তাহলে সবার চোখ থাকবে ওই ছবিতেই। ছবিটি সুপার হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা গজনী আমির খানের ক্যারিয়ারের অন্যতম সুপার হিট সিনেমা। ৬৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিসেই ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছিল।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com