সেপটিক ট্যাংক থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার


খুলনা সংবাদদাতা , : 06-05-2023

সেপটিক ট্যাংক থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার

খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ মে) বিকালে নগরীর খালিশপুর লাল হাসপাতাল এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. নাজির সরদার ও মো. সাদ্দাম হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে নাজির ও সাদ্দাম নামে ২ শ্রমিক খালিশপুর লাল হাসপাতালের পাশে ১৯নং রোডের একটি বাড়িতে কাজে আসেন। তারা দুপুরের দিকে সেপটিক ট্যাংকের মধ্যে নামেন। সেন্টারিংয়ের বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসী সংবাদ দিলে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তুরান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com