টেকনাফে ‘অপহরণের মাস্টারমাইন্ড’ ছালেহসহ আটক -৬: র‌্যাব


কক্সবাজার প্রতিনিধি , : 06-05-2023

টেকনাফে ‘অপহরণের মাস্টারমাইন্ড’ ছালেহসহ আটক -৬: র‌্যাব

কক্সবাজারের টেকনাফের ‘অপহরণ ও ডাকাতি মাস্টারমাইন্ড’ ছালেহসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৫মে) সন্ধ্যা ৫টার দিকে টেকনাফের বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৬মে) দুপুরে র‌্যাব-১৫ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার মাঈন উদ্দিন এ তথ্য  জানান। 

ডাকাত দলের সদস্যরা হলো ছালেহ বাহিনীর প্রধান হাফিজুর রহমান ওরফে ছালেহ (৩০), নুরুল আলম নূরু (৪০), আক্তার কামাল সোহেল (৩৭), নুরুল আলম লালু (২৪), হারুনুর রশিদ (২৩) ও এরিয়াজ উদ্দিন বাপ্পি (১৭)। গ্রেপ্তারের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

খন্দকার মাঈন উদ্দিন বলেন, 'সম্প্রতি টেকনাফে অপহরণের প্রবণতা বেড়েছে। এটি গণমাধ্যমের সুবাদে জানতে পারলে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচলনা করি। এসময় সালেহ বাহিনীর প্রধানসহ ৬জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, দেশীয় তৈরী ৩টি একনলা বড় বন্দুক, ২টি একনলা মাঝারি বন্দুক, ৬টি একনলা ছোট বন্দুক সহ মোট ১১টি দেশীয় বন্দুক, ১৭ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড খালি কার্তুজ, ২টি ছুরি ও ৬ টি দেশীয় দা উদ্ধার করতে সক্ষম হই।'

এই র‌্যাব কর্মকর্তা  আরও বলেন , 'গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছেন। টেকনাফের দুর্গম পাহাড়ে অবস্থান করে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের সরাসরি নেতৃত্বে এই চক্রটি অপহরণ ও মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধ করতো। তার এই সন্ত্রাসী দলে সদস্য সংখ্যা ১২-১৫ জন।' 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকা বিজনেস/আনাম/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com