ফরিদপুরে ইউএনও’র ওপর হামলা: বিচারের দাবিতে মানববন্ধন


ফরিদপুর সংবাদদাতা , : 05-05-2023

ফরিদপুরে ইউএনও’র ওপর হামলা: বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে মধুখালী উপজেলায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতি এই মানববন্ধন কর্মসূচি পালন করে। 

প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রোকনুজ্জামানের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার সভাপতি মীর নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির মধুখালী শাখার সভাপতি মো. নাজির হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. রজব আলী মোল্লা, মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিমুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গ, বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের পরিদর্শনে যান ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী। এ সময় একদল সশস্ত্র  জনতা আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনও’র ওপর হামলা চালায়। এ সময় ইউএনও ছাড়াও তার সঙ্গে থাকা অফিস সহকারী, আনসার সদস্য ও ড্রাইভারসহ ৬ জন আহত হন। হামলায়  ইউএনও'র সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।  

ঢাকা বিজনেস/সনতচক্রবর্ত্তী/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com