উখিয়ায় নারী নেত্রীকে ‘কুপিয়ে হত্যা’


কক্সবাজার সংবাদদাতা , : 05-05-2023

উখিয়ায় নারী নেত্রীকে ‘কুপিয়ে হত্যা’

উখিয়ার পালংখালীতে লুলু আল মারজান নামক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৮টায় পশ্চিম পালংখালী এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।  উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত লুলু আল মারজান  পশ্চিম পালংখালীর মৃত মমতাজ আহম্মেদের স্ত্রী। তিনি পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য।

পুলিশ জানায়, খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে।

ওসি জানান,  লুলু আল মারজান গত ইউপি নির্বাচনে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসন থেকে মহিলা ইউপি সদস্য প্রার্থী ছিলেন। তবে নির্বাচিত হননি। ৫-৬ বছর আগে মারজানের বিয়ে হয়। স্বামী মমতাজ আহম্মেদ স্ট্রোকজনিত কারণে মারা যাওয়ার পরে স্বামীর বাড়ি ছেড়ে লুলু মারজান পৈতৃক বাড়িতে বসবাস করে আসছিলেন।

ঢাকা বিজনেস/আনাম/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]