দশ মাসে রপ্তানি আয় ৪৫৬৭ কোটি ডলার


ঢাকা বিজনেস ডেস্ক , : 03-05-2023

দশ মাসে রপ্তানি আয় ৪৫৬৭ কোটি ডলার

চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি খাতে ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। এ সময়ে বরাবরের মতো পোশাক থেকে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

এই সময়ের রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩৮ শতাংশ বেশি।

জুলাই-এপ্রিল সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ ডলারের। এর মধ্যে নিটপণ্যের রপ্তানি ছিল ২ হাজার ৯৬ কোটি ডলারের এবং ওভেন পণ্য ১ হাজার ৭৬০ কোটি ডলারের। এছাড়া রপ্তানি করে পাট ও পাটজাত পণ্য থেকে ৭৭ কোটি ডলার, কৃষিপণ্য থেকে ৭৪ কোটি ডলার, হিমায়িত মাছ থেকে ৩৭ কোটি ডলার, রাসায়নিক পণ্য থেকে ৩৫ কোটি ডলার এবং প্লাস্টিক পণ্য থেকে ১৭ কোটি ডলার আয় হয়েছে।

একক মাস হিসেবে জুলাইয়ে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/

 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com