এসএসসি পরীক্ষা: সুনামগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত


সুনামগঞ্জ সংবাদদাতা , : 03-05-2023

এসএসসি পরীক্ষা: সুনামগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

সুনামগঞ্জে বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত ৩ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি এসএসসি পরীক্ষার কারণে স্থগিত করা হয়েছে। আগামীকাল (৪ মে) থেকে কর্মবিরতির কথা ছিল।  

বুধবার (৩ মে) দুপুরে কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির।

এর আগে গত রোববার (৩০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের এই কর্মবিরতির কথা জানান শ্রমিকরা। 

সুজাউল কবির বলেন, পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধে ৩ দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যানবাহন বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। কর্মবিরতির কথা শুনে সুনামগঞ্জ পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আলোচনায় বসে। দীর্ঘ আলোচনা শেষে আমরা এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

জাহাঙ্গীর/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com