আমেরিকায় ধূলি ঝড়ে ৬ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক , : 02-05-2023

আমেরিকায় ধূলি ঝড়ে ৬ জনের মৃত্যু

আমেরিকায় প্রচণ্ড ধূলি ঝড়ে ৬ জনের মৃত্যু হয়েছে।  সোমবার (১ মে) দেশটির  ইলিয়ন রাজ্যের মন্টগোমেরি ও সাঙ্গামন কাউন্টিতে  বয়ে যাওয়া  এই ঝড়ে রাজ্যের প্রধান মহাসড়কে ৭০টির বেশি যানবাহন বিধ্বস্ত হয়েছে। 

মার্কিন গণমাধ্যম সিএনএন-এ প্রকাশিত এক  প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে, ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।  এতে আহত হয়েছেন আরও ৩৭ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ আরও জানায়,  ধ্বংসস্তূপে আহতদের বয়স ২ থেকে ৪০ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপে মৃতদের মধ্যে একজন হলেন উইসকনসিনের ফ্রাঙ্কলিনের শার্লি হার্পার (৮৮), মৃত অন্য পাঁচজনকে শনাক্ত করাসহ তাদের পরিবারকে জানানোর কাজ চলছে । 

পুলিশ আরও জানায়, ২ মাইলের বেশি জায়গাজুড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৭২টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ  উত্তর ও দক্ষিণমুখী উভয় লেনেই ঘটেছে। তবে   মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তরমুখী লেনেই। এ সময়  ২টি মিনি ট্রাকেও আগুন লাগে।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com