হঠাৎ সপরিবারে সৌদিতে মেসি!


ক্রীড়া ডেস্ক , : 02-05-2023

হঠাৎ সপরিবারে সৌদিতে মেসি!

হঠাৎ সপরিবারে সৌদিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। এমন খবর শুনে ভক্তরা নড়েচড়ে বসতে পারেন। তবে তিনি সৌদির আল হিলাল ক্লাবের লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে প্রো লীগে যোগ দিতে আসেননি। তিনি এসেছেন সপরিবারে ঘুরতে। 

মঙ্গলবার (২ মে) সংবাদমাধ্যম খালিজ টাইমসের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

দেশটির গণমাধ্যম জানিয়েছে, মেসি হলেন সৌদি আরবের পর্যটনদূত। তারই অংশ হিসেবে পরিবার নিয়ে মরুর দেশে পা রেখেছেন তারকা ফুটবলার মেসি। 

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি লিখেছেন, ‘সৌদি আরবের পর্যটনদূত মেসি ও তার পরিবারকে এদেশে আমি অত্যন্ত খুশির সঙ্গে স্বাগত জানাচ্ছি।’ দ্বিতীয়বারের মতো সৌদি আরবে ছুটি কাটাতে এসেছে মেসি ও তার পরিবার। এর আগে ২০২২ সালে পরিবারকে নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন মেসি।

ঢাকা বিজনেস/এইচ

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]