‘এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই’


স্টাফ রিপোর্টার , : 30-04-2023

‘এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই’

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‌‘যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

রোববার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 ডা. দীপু বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই; তবে অনেকেই গুজব রটাতে পারে। কেউ গুজব রটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো কেন্দ্র ঘুরে দেখেন তিনি। সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষাকেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী আগস্টের মাঝামাঝিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে।’

 তিনি বলেন, ‘আগামী বছর যারা এইচএসসি পরীক্ষা দেবে, তারা পুরো প্রস্তুতির সময় পেয়েছে কিনা এবং আমরা যেহেতু আরেকটু সময় এগিয়ে আনতে চেষ্টা করবো; সেখানে অনেক কিছু ‍চিন্তার বিষয় আছে। শিক্ষকদের সঙ্গে আমাদের বসতে হবে, শিক্ষার্থীরা কোন সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে।’

 মন্ত্রী বলেন, ‘শুধু তাড়াহুড়ো করে শেষ করলে তো হবে না, সুবিধা মতো সময়ে শেষ করতে হবে। সেটা শিক্ষকদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারবো।’

এর আগে আজ (৩০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হবে দুপুর ১টায়। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।

 পুনর্বিন্যাস করা সিলেবাস হলেও এবার পরীক্ষা হবে সব বিষয়েই। ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকছে ৩ ঘণ্টা।

 ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]