‘অর্থ পাচারকারীদের আন্তর্জাতিক আইনে দেশে এনে বিচার করা হবে’


মাদারীপুর সংবাদদাতা , : 23-12-2022

‘অর্থ পাচারকারীদের আন্তর্জাতিক আইনে দেশে এনে বিচার করা হবে’

দেশের অর্থ যারা পাচার করে বিদেশ পালিয়ে রয়েছে সেসব অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে মাদারীপুরের পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, ‘এখনো দেশে দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতিবাজদের দমন করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা নীতিগতভাবে কার্যক্রম হাতে নিয়েছি। কিন্তু জিরোতে পৌঁছানো হলো আমাদের টার্গেট। দুর্নীতি দমন কমিশন একা এই কাজটি করতে পারবে না। সেজন্য সমাজের সব স্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।’

দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতাল ও শশী হাসপাতালের চিকিৎসকসহ অন্যরা।

রিপনচন্দ্র/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]