তাইজুল ঝড়ে ৪ উইকেট নেই ভারতের


ক্রীড়া ডেস্ক , : 23-12-2022

তাইজুল ঝড়ে ৪ উইকেট নেই ভারতের

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের মতো চলছে খেলা। আগের দিন শেষ বিকেলে বেশ কয়েকবার ভাগ্যগুণে বেঁচে যায় ভারত। তবে ধীরগতিতে এগিয়ে চলা ভারতের ওপেনিং জুটিটা খুব বড় হয়নি। সকাল সকালই আঘাত হানলেন তাইজুল ইসলাম। শুধু জুটি ভাঙা নয়, জোড়া উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার। এদিকে, তিন নম্বর উইকেটও শিকার করেন তিনি। 

তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ইনিংসের ১৪তম ওভারে প্রথম উইকেট হারিয়েছে ভারত। ভেঙেছে ২৭ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে আরেকটি এলবিডব্লিউ তাইজুলের। এবার সুইপ করতে গিয়ে বল মিস করেন শুভমান গিল (২০)। আবেদনে আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার। ২৪ রানের মাথায় পূজারাকেও সাজঘরে ফেরানো হয়। 

ভারতের শুরুর তিন উইকেটের তিনটিই নিজের করে নিলেন তাইজুলই। দ্বিতীয় দিন সকালে ভারতের অন্য দুই উইকেটও শিকার করেছেন তিনি। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে ফিরিয়েছেন ১০ এবং শুভমান গিলকে আউট করেছেন ২০ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার খেলে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১০১ রান। 

গতকাল প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ সব উকেট হারিয়ে ২২৭ রান করে। প্রথম দিন শেষে ৮ ওভার খেলে বিনা উইকেটে ১৯ রান তোলে ভারত। লোকেশ রাহুল ৩ আর শুভমান গিল ১৪ রানে অপরাজিত ছিলেন।

ঢাকা বিজনেস/এম 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]