আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা , : 26-04-2023

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আখাউড়া স্থলবন্দরে টানা ৫ দিনের ঈদে ছুটি শেষে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। দু’দেশের পণ্যবাহী যানবাহনগুলো যথারীতি আসা-যাওয়া করছে।

এর আগে গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এসময় স্বাভাবিক ছিল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার। 

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটি শেষে বন্দরের কার্যক্রম আবাও শুরু হয়েছে।’ 

আজহার/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com