ঈদের পরে প্রথম রূপপুরের পণ্যবাহী রুশ জাহাজ মোংলায়


বাগেরহাট সংবাদদাতা , : 25-04-2023

ঈদের পরে  প্রথম রূপপুরের পণ্যবাহী রুশ জাহাজ মোংলায়

বাগেরহাটের মোংলা বন্দরে নির্মানাধীণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান এসে পৌঁছেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টায়  ২ হাজার ৫২২ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে রুশ পতাকাবাহী এম ভি ইয়ামাল ওরল্যান জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। মোংলাবন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রুশ পতাকাবাহী এম ভি ইয়ামাল ওরল্যান জাহাজটি স্থানীয় প্রতিনিধি কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, ‘গত মাসের ২৮ তারিখ জাহাজটি রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য নিয়ে ছেড়ে আসে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ১ হাজার ৩০০ প্যাকেজের ২ হাজার ৫২২ মেট্রিক টন মেশিনারি পণ্য আনা হয়েছে।’

সাধন কুমার চক্রবর্তী আরও বলেন,  ‘তিন দিনের মধ্যে এসব পণ্য সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার দুপুর থেকে থেকে এই পণ্য খালাস শুরু হয়েছে। মালামাল খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশে বন্দর ত্যাগ করবে।’

মোংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘দেশে নির্মানাধীণ প্রায় সব মেগা প্রকল্পের মালামাল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলাবন্দর দিয়ে খালাস হচ্ছে। আধুনিক পদ্ধতিতে দ্রুত দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।’

ঢাকা বিজনেস/বাপ্পা/এনই

 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com