সীমান্তে ১৬ স্বর্ণের বার উদ্ধার


কক্সবাজার সংবাদদাতা , : 24-04-2023

সীমান্তে ১৬ স্বর্ণের বার উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করার কথা জানিয়েছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তুমব্রু পশ্চিম কুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। 

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‌‘অবৈধভাবে স্বর্ণের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে-এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

তাফহীম/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com