২ ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া


আন্তর্জাতিক ডেস্ক , : 23-04-2023

২ ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে প্রথমটির কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ১। ২ ঘণ্টার মধ্যে আরেকটি কম্পন অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। রোববার (২৩ এপ্রিল) ভোর ৬ টার দিকে এ কম্পন অনুভূত হয়। 

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তবে তাৎক্ষণিকভাবে ভূম্পকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। আর দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইএমএসসি আরও জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।

এর আগে গত ১৪ এপ্রিল ইন্দোনেশিয়ার জাভায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]