‘ঈদে ঢাকা ছেড়েছেন সাড়ে ৮৫ লাখ সিম ব্যবহারকারী’


স্টাফ রিপোর্টার , : 22-04-2023

‘ঈদে ঢাকা ছেড়েছেন সাড়ে ৮৫ লাখ সিম ব্যবহারকারী’

ঈদের ছুটিতে নাড়ির টানে রাজধানী ছেড়েছেন অনেকেই। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত মোট ৮৫ লাখ ৫২ হাজার ২৪০ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। 

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তবে গত মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে শুক্রবার পর্যন্ত ৪ দিনে ২৩ লাখ ৯১ হাজার ৬১০ জন সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। যদিও অনেকেই ১৮ এপ্রিলের আগে ঢাকা ছেড়েছেন বা কেউ কেউ প্রবেশ করেছেন।

এই পরিসংখ্যান দেশের মোবাইল অপারেটরদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তবে একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে বলে পরিসংখ্যান দিয়ে ঠিক কতজন ঢাকা ছেড়েছেন বা প্রবেশ করেছেন, তা বলা যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।

 মোস্তাফা জব্বার বলেন, ‘একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি মোবাইল সিম ব্যবহার করতে পারেন। কিন্তু গড়ে প্রতিজনের কাছে দেড়টা সিম আছে। অর্থাৎ ১৮ কোটি সিমের ব্যবহারকারী ১২ কোটি মানুষ বলে ধরা যায়।’ 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]